Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসদাচারণ ও পলায়নের অভিযোগে এনবিআরের প্রথম সচিব তানজিনা রইস বরখাস্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১৪:৫৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর প্রথম সচিব তানজিনা রইস – (ছবি : সংগৃহীত)

ঢাকা: ‘অসদাচারণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর প্রথম সচিব তানজিনা রইসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত বুধবার (০৯ জুলাই) তানজিনার বরখাস্তের আদেশে সই করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এর সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

আদেশে বলা হয়, এনবিআর এর প্রথম সচিব তানজিনা রইস (পরিচিতি নম্বর ৩০০১৫৮) এর বিরুদ্ধে ‘অসদাচারণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) এবং ৩(গ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

যেহেতু, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করেন; সেহেতু, ওই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তানজিনা রইস (পরিচিতি নম্বর ৩০০১৫৮), প্রথম সচিবকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

বিজ্ঞাপন

এনবিআর চেয়ারম্যানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, তানজিনা রইসের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) এবং ৩(গ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

যেহেতু, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করেন; সেহেতু, ওই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তানজিনা রইস (পরিচিতি নম্বর ৩০০১৫৮), প্রথম সচিবকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

আদেশে আরও বলা হয়, তবে সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

জানা যায়, ছুটি নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পর তানজিনা রইস আর দেশে ফিরে আসেন নি। এ বিষয়ে একাধিকবার কারণ দর্শানো নোটিশ দেওয়া হলেও তিনি যথাযথ কোনো ব্যাখ্যা দেননি।

সারাবাংলা/আরএস

এনবিআরের প্রথম সচিব তানজিনা রইস বরখাস্ত