ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিন্ট ড. ফয়জুল হক।
শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন। দলটির বর্তমান রাজনৈতিক অবস্থান ও আদর্শগত দিক নিয়ে গভীর মতপার্থক্যের কথা উল্লেখ করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
ড. ফয়জুল হক জানান, ২০১৫ সালে তিনি মালয়েশিয়া বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন এবং ২০১৮ সালে ঝালকাঠী-১ ও ঝালকাঠী-২ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
তিনি দাবি করেন, বিএনপি, জামায়াত, হেফাজত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ নানা ইসলামপন্থী রাজনৈতিক সংগঠনের সঙ্গে অতীতে তিনি কাজ করেছেন।
তবে সাম্প্রতিক সময়ে দলের মধ্যে ‘বামঘেঁষা’ ধারা প্রবলভাবে প্রভাব ফেলছে বলে অভিযোগ করেন তিনি। ফয়জুল হকের মতে, বিএনপির শীর্ষ নেতৃত্ব ইসলামপন্থী দল ও চিন্তাবিদদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, যা আওয়ামী লীগের রাজনৈতিক বক্তব্যের সঙ্গেও বিস্ময়করভাবে মিলে যায়। এসব কারণেই তিনি নিজেকে দলে কোণঠাসা এবং মতাদর্শিকভাবে বিচ্ছিন্ন বোধ করছেন।
তিনি লিখেছেন, “আমি পাথর ছুঁড়ে মানুষ হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজিকে কখনোই সমর্থন করি না। আমি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখি।” তিনি আরও বলেন, দলীয় স্বার্থের চেয়ে দেশ, ধর্মীয় মূল্যবোধ ও সাধারণ মানুষের অধিকারই তাঁর রাজনীতির মূল চালিকা শক্তি।
“জুলাই বিপ্লব”–এর পর পরিস্থিতির পরিবর্তনে কিছু পদক্ষেপ নিতে হয়েছে, যা দলের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক ছিল বলেও জানান তিনি। দলের ভাবমূর্তি নষ্ট না করতেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন বলে দাবি করেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ফয়জুল হক। তবে রাজনৈতিক পরিচয়ের বাইরে এসে এখন থেকে একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক হিসেবে জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন তিনি।
তিনি ঘোষণা করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ধর্মীয় মূল্যবোধ, মানবতা ও সত্যের পক্ষে সংসদে কথা বলবেন বলেও জানান তিনি।
বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন তিনি।