Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘একটি মহল সোহাগ হত্যার বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে’

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১৫:১১

নয়া পল্টনে বিএন পি’র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা: রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে হত্যার দুদিন পর ভিডিও সামনে এনে বিষয়টিকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এই মন্তব্য করেন তিনি।

তিনি জানান, বিএনপির অঙ্গসংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে পাঁচজনকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

মুন্না বলেন, ‘এ ঘটনায় যারা হত্যায় সরাসরি জড়িত ভিডিওতে যাদের দেখা গেছে তাদের নাম মামলায় উল্লেখ করা হয়নি। প্রকৃত জড়িতদের বাদ দিয়ে অন্য তিনজনের নাম মামলায় দেওয়া হয়েছে কেন জানি না। ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা যুবদল বা দলের অন্য অঙ্গসংগঠনের সদস্য কি না তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। যাদের নাম হত্যা মামলায় এসেছে শুধু তাদের বহিষ্কার করা হয়েছে।’

বিজ্ঞাপন

হত্যাকাণ্ডের বিষয়টি দুদিন পর কেন আলোচনায় এলো এ নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ করে যুবদল সভাপতি বলেন, ‘সোহাগ হত্যার দুদিন পর ভিডিও সামনে এনে একটি মহল বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।’

সোহাগ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের আহ্বান জানান মোনায়েম মুন্না।

তিনি বলেন, ‘বিএনপি দায় এড়ানোর রাজনীতি করে না। সারাদেশে যাদের নিয়েই অভিযোগ এসেছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক পক্ষ দেশকে অস্থিতিশীল করতে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করে যাচ্ছে।’

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

বিএনপি মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যা যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না