Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাঙ্গায় বিদ্যুতের তারে জড়িয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১৫:৫০

মৃত স্কুলছাত্র লাবিব মল্লিক।

ফরিদপুর: জেলার ভাঙ্গায় বিদ্যুতের তারে জড়িয়ে লাবিব মল্লিক (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সন্তানকে বাঁচাতে গিয়ে তার মাও গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই) সকালে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত লাবিব ওই গ্রামের সৌদি প্রবাসী সাজ্জাদ মল্লিকের ছেলে ও কাউলিবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে স্কুলছাত্র লাবিব তার বাড়ির পাশের বাগানে খেলতে গিয়েছিল। সেখানে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার মা লাবনী আক্তার ছেলেকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কাওলিবেড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া বলেন, ‘বিদ্যুতের তারে জড়িয়ে লাবিব নামের এক স্কুলছাত্রের মৃত্যুর সংবাদ পেয়েছি। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’  দুর্ঘটনার জন্য পল্লী বিদ্যুতের লোকজনকে দায়ী করছেন তিনি। এই মৃত্যুতে স্কুলের শিক্ষক ও সহপাঠীরা শোক প্রকাশ করেছেন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর