ঢাকা: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় (জুলাই-ডিসেম্বর) মাসের জন্য প্রদেয় রফতানি প্রণোদনা ও নগদ সহায়তার হার ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
উল্লেখ্য, দেশের রফতানি বাণিজ্যকে উৎসাহিত করতে বর্তমানে ৪৩টি খাতে রফতানির বিপরীতে রফতানি প্রণোদনা/নগদ সহায়তা প্রদান করা হয়ে থাকে।
সার্কুলারে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য রফতানির বিপরীতে রফতানি প্রণোদনা/নগদ সহায়তার আবেদনপত্র বহিঃনিরীক্ষক দ্বারা নিরীক্ষা করানো যাবে।
জানা যায়, ভর্তুকি/নগদ সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে রফতানিকৃত পণ্যের নিরীক্ষা করাতে হয়, যা অনুমোদিত অডিট ফার্ম মাধ্যমে সম্পন্ন করার বিধান রয়েছে। বর্তমান সার্কুলারে এটি শিথিল করে বহিঃনিরীক্ষক দ্বারা নিরীক্ষা করানোর সুবিধা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রফতানি প্রণোদনা/নগদ সহায়তার আওতাভুক্ত ৪৩টি পণ্যের প্রতিটির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রণোদনা/নগদ সহায়তার হার প্রযোজ্য রয়েছে। বিস্তারিত জানার জন্য বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটি সংযুক্ত করে দেওয়া হলো।