Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দখল-চাঁদাবাজি: চট্টগ্রামে যুবদল নেতা বাদশা বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১৭:১২

যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল হক বাদশা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর যুবদলের সর্বশেষ কমিটির (বর্তমানে বিলুপ্ত) সাংগঠনিক সম্পাদকয এমদাদুল হক বাদশাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দখল ও চাঁদাবাজির অভিযোগ তদন্তে গঠিত সাংগঠনিক টিমের সুপারিশের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয় বলে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের সই করা বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, এমদাদুল হক ওরফে বাদশার প্রাথমিক সদস্যপদ বাতিল করে তাকে সব পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল নেবে না। তাদের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। এ ছাড়া, ভবিষ্যতে এমদাদুল হক দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কোনো কর্মকাণ্ডে জড়িত হলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার বাসিন্দা এমদাদুল হক বাদশার বিরুদ্ধে দখল-চাঁদাবাজিসহ আরও বিভিন্ন অভিযোগ তুলে সম্প্রতি সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

সারাবাংলা/আরডি/পিটিএম

টপ নিউজ বহিষ্কার বাদশা যুবদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর