রাজবাড়ী: রাজবাড়ীর গোদার বাজার পর্যটন এলাকায় এবং পদ্মাপুলক সংলগ্ন স্থানে সৌন্দর্যবর্ধন ও নদীভাঙন রোধের লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এসময় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে।
সবাইকে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘বর্ষাকাল বৃক্ষরোপণের জন্য উপযুক্ত সময়। তাই, প্রত্যেকের উচিত নিজের বাড়িতে ও আশেপাশে গাছ লাগানো।’
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান ও মুখপাত্র হাসিবুল ইসলাম শিমুল।