Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় বৃষ্টিতে তলিয়ে গেছে সাড়ে ৬০০ চিংড়ি ঘের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১৮:০৩ | আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৮:০৬

বাগেরহাট: গত দেড় সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে বাগেরহাটের মোংলায় ডুবে গেছে ৩৫০ হেক্টর জমির চিংড়ি ঘের। তলিয়ে গেছে সাড়ে ৬০০ চিংড়ি ঘের। পানির চাপে ভেঙে গেছে অধিকাংশ ঘেরের বাঁধ। এতে প্রায় অর্ধকোটি টাকার মাছ ভেসে গেছে।

এমন পরিস্থিতিতে ব্যাপক ক্ষতির ক্ষতির মুখে পড়েছেন উপজেলার চিলা, চাঁদপাই, সুন্দরবন, মিঠাখালী, সোনাইলতলা ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের চিংড়ি ঘের মালিকরা।

চিলা এলাকার ঘের মালিক বিজন বৌদ্ধ বলেন, ‘বৃষ্টিতে ঘেরের বাঁধ তলিয়ে গেছে। মাছ বের হয়ে গেছে। এতে আমার মত অনেকেই ক্ষতির মুখে পড়েছেন।’

চাঁদপাই এলাকার চিংড়ি চাষি আ. রহমান বলেন, ‘মৌসুমের শুরুতেই ভাইরাসে মাছ মরেছে। এরপর এখন বৃষ্টিতে ঘের তলিয়ে গেছে। মাছ বেরিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতিতে পড়েছি।

বিজ্ঞাপন

সুন্দরবন ইউনিয়নের বাসিন্দা ইকরাম ইজারদার বলেন, সারা বছর ধরেই আমরা বিপদে থাকি। একের পর এক নানা দুর্যোগে আমরা হতাশ। ভাইরাস, বৃষ্টিপাত আর ঝড়-জ্বলোচ্ছাসে কারণে চিংড়ি চাষ হুমকির মুখে পড়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে এখানকার সাড়ে ৩০০ হেক্টর জমির সাড়ে ৬০০ চিংড়ি ঘের তলিয়ে গেছে। এতে চিংড়ি চাষিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। সেখান থেকে কোনো অনুদান এলে তা অবশ্যই চাষিদের মধ্যে বিতরণ করা হবে।

সারাবাংলা/এসআর

চিংড়ি ঘের টানা বৃষ্টি বাগেরহাট মোংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর