Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১৮:২৩

জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

নোয়াখালী: ২০২৪ সালের বন্যার রেশ না কাটতেই গত চার দিনের টানা ভারী বৃষ্টিপাতে ফের জলাবদ্ধ হয়ে পড়েছে নোয়াখালী জেলা। এতে জেলার প্রায় দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ছে। এই জলাবদ্ধতার জন্য খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা, খালে পানির গতিরোধ বন্ধ করে বাঁধ ও কালভার্ট নির্মাণকে দায়ী করেছেন স্থানীয়রা।

শনিবার (১২ জুলাই) দুপুর ২ টার দিকে জেলা সদর উপজেলার ডাক্তার বাজারে নোয়াখালী ইউনিয়নে খাল দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে স্থানীয় বাসিন্দারা।

নোয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব আক্তার হোসেনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষকদলের সভাপতি হারুন অর রশিদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় ভুক্তভোগী দুই শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘সদর উপজেলার সোনাপুর-মান্নান নগর-চরজব্বর খালের নোয়াখালী ইউনিয়নের অংশ ডাক্তার বাজার, মান্নান নগর, খলিল মিয়ার দরজা এলাকা, কালিতারা বাজার থেকে সাহেবের হাট খাল, নোয়াখালী মৌজার শাখা খাল, ঠক্কর-খলিলপুর-মুরাদপুর ও মতিপুর এলাকার খালগুলোর বেশিরভাগ জায়গায় কিছু অসাধু ব্যক্তি দখল করে বাড়িঘর, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণসহ খালের মধ্যে ছোট ছোট বাঁধ ও কালর্ভাট নির্মাণ করায় পানির স্বাভাবিক ক্ষতিরোধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পুরো ইউনিয়ন পানির নিচে তলিয়ে গেছে। যার কারণে কৃষি জমির সবজি, আউশ ধান ও আমন ধানের বীজতলা ডুবে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।’

বক্তারা আরও বলেন, ‘গেল বছর ভয়াবহ বন্যার পর খালের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের একাধিকবার প্রশাসনকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যার কারণে মাত্র কয়েক দিনের বৃষ্টিতে সব ধ্বংস হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যে জলাবদ্ধতা নিরসনে সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা।’

সারাবাংলা/এইচআই

অবৈধ স্থাপনা উচ্ছেদ নোয়াখালী মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর