ময়মনসিংহ: জেলার ঈশ্বরগঞ্জে রাকিবুল হাসান নামে এক যুবককে গলা কেটে ও এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে রাকিবের মামাত ভাই জুবায়ের ও তার বন্ধু কাউসারকে ঈশ্বরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
শনিবার (১২ জুলাই) ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার সোহাগি হাটুলিয়া গ্রামের একটি বাড়ির কক্ষ থেকে রাকিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাকিবের বাবা বাদি হয়ে হত্যায় জড়িত থাকার সন্দেহে ভাগিনা জুবায়ের ও রাকিবের বন্ধু কাউসারের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা তা তদন্তসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।