ঢাকা: মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এটি একটি ব্যবসায়িক দ্বন্দ্বের ঘটনা। কোনো রাজনৈতিক দলের সঙ্গে এর সংশ্লিষ্টতা নেই।
শনিবার (১২ জুলাই) রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন বলেন, ‘কিছু রাজনৈতিক দল এই মর্মান্তিক ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। কিন্তু, এতে কোনো লাভ হবে না। কারণ এটি দলের নয়, বরং ব্যক্তিগত ব্যবসায়িক বিরোধ। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, তাদেরকে বিএনপি আজীবনের জন্য বহিষ্কার করেছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি একটি বৃহৎ পরিবার। এখানে কেউ যদি দলীয় আদর্শে আঘাত করে বা অপরাধে জড়িয়ে পড়ে, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হয় না। কেন্দ্রীয় নেতারা সবসময় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে থাকেন। ঠিক যেমনটা সুজানগরের ঘটনায় করা হয়েছে।’
রিজভী জামায়াত-শিবিরের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আপনারা এখন বিএনপির বিরুদ্ধে মিছিল করছেন, কিন্তু মানুষ আপনাদের অতীত ভুলে যায়নি। রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা যেসব বর্বরতা চালিয়েছেন, জনগণ তা এখনো মনে রেখেছে।’
তিনি সরকারকে উদ্দেশ্যে করে বলেন, ‘অপরাধীরা যত গভীরেই গা ঢাকা দিক, সেখান থেকে তাদের বের করে এনে শাস্তি দিন—এমন শাস্তি দিন, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনার সাহস না পায়।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ।