চট্টগ্রাম ব্যুরো: হাসিনার বুলেট যখন দেশের বিপ্লবী ছাত্র-জনতাকে থামাতে পারেনি, বিএনপির পাথরও পারবে না বলে মন্তব্য করেছেন ‘জুলাই বিপ্লব’র অন্যতম সংগঠক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।
শনিবার (১২ জুলাই) বিকেলে নগরীর ষোলশহরে বিপ্লব উদ্যানে এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। রাজধানীর চকবাজারে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে খুনের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন যুবশক্তি ও বাগছাস যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘আমরা দেখেছি, একজন মানুষকে কিভাবে পাথর নিক্ষেপ করে প্রকাশ্যে খুন করা হয়েছে এবং সেটা করেছে একজন যুবদল নেতার নেতৃত্বে। জুলাই অভ্যুত্থানের একবছর পূর্ণ হতে না হতেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাস আর দখলদারিত্বের রাজনীতি আমরা দেখছি। আমরা পরিস্কারভাবে হুঁশিয়ার করে বলতে চাই, এই নতুন বাংলাদেশে আর কেউ চাঁদাবাজ হতে পারবে না। নতুন বাংলাদেশে আর কোনো দখলদারিত্ব চলবে না। নতুন বাংলাদেশে আর কেউ সন্ত্রাসবাদ কায়েম করতে পারবে না।’
তিনি বলেন, ‘যদি কেউ নতুন বাংলাদেশে আবারও সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করে, ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করে, আমরা তাদের রুখে দেব। এই বীর চট্টলার বিপ্লবী ছাত্র-জনতা, বাংলাদেশের বিপ্লবী ছাত্র-জনতা কেউ ঘুমিয়ে যায়নি। যখন হাসিনার বুলেট আমাদের থামাতে পারেনি, বিএনপির পাথরও আমাদের থামাতে পারবে না।’
‘আমরা পরিস্কারভাবে বলতে চাই, আমাদের অবস্থান স্পষ্ট, যারা সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করবে, যারা এদেশে দখদারিত্ব করার চেষ্টা করবে, যারা নতুন করে হাসিনা হয়ে ওঠার চেষ্টা করবে, আমরা তাদের সম্মুখে বাধা হয়ে দাঁড়াবো।’
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে রাফি বলেন, ‘পরিস্কারভাবে ইন্টেরিমকে একটা বার্তা দিতে চাই, যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, এদেশের আইনশৃঙ্খলা ঠিক করতে ব্যর্থ হন, তাহলে আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করেন।’
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আমরা বিএনপিকে বলতে চাই, আপনারা আপনাদের কর্মীদের লাগাম টেনে ধরেন। এদেশে হাসিনা ফ্যাসিবাদ কায়েম করে থাকতে পারেনি। এদেশে হাসিনা খুন করে থাকতে পারেনি। যদি আপনারা হাসিনা হয়ে উঠতে চান, আপনাদের হাসিনার পথেই যেতে হবে।’
বিপ্লব উদ্যানের সমাবেশ শেষ করে যুবশক্তি ও বাগছাসের নেতাকর্মীরা মিছিল নিয়ে নাসিরাবাদ সিডিএ এভিনিউ দিয়ে জিইসি মোড়ে মিছিল নিয়ে যান। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের বিক্ষোভ সমাবেশে তারা একাত্মতা প্রকাশ করেন।
জিইসি মোড়ে কর্মসূচি শেষ করে খান তালাত মাহমুদ রাফি সাংবাদিকদের বলেন, ‘আজ আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, যারা এদেশে নতুন করে সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করবে, ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করবে, চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকবে। আজকের বাংলাদেশের রাজপথ প্রমাণ করে, যে যত বড় দলের নেতাই হোক আর যত বড় দলই হোক, কেউ সন্ত্রাসবাদ কায়েম করে রেহাই পাবে না। বিপ্লবী ছাত্র-জনতা অবশ্যই তাদের বিরুদ্ধে কথা বলবে। এদেশের বিপ্লবী ছাত্র-জনতার অবশ্যই তাদের বিরুদ্ধে অবস্থান থাকবে। পরিস্কার বার্তা দিতে চাই, যে দলেরই হোক, যে মতেরই হোক, অন্যায় করে কেউ পার পাবে না।’