Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যারা মব তৈরি করেছে, তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না?’

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১৮:৩৪ | আপডেট: ১২ জুলাই ২০২৫ ২০:০৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী চাঁদ সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনার প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের প্রতি কড়া প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি জানতে চেয়েছেন-‘যারা মব তৈরি করেছে, তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না?’

শনিবার (১২ জুলাই) গুলশানে জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘সাম্প্রতিক সময়ের যেসব হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে, সেগুলোর পেছনে সরকারপোষিত সন্ত্রাসী মদদ রয়েছে। রাষ্ট্রীয় প্রশ্রয়েই এসব মব তৈরি হচ্ছে আর সরকার চোখ বন্ধ করে বসে আছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য এক শক্তি। স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের বিপক্ষে অবস্থান নেওয়া সেই শক্তির বিপরীতে আমরা বারবার সরকারকে সতর্ক করেছি। কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’

বিএনপির পক্ষ থেকে সবধরনের হত্যাকাণ্ডের বিচার চাওয়া হবে বলেও জানান তিনি। একইসঙ্গে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘এভাবে মব তৈরি করে বিচারহীনতার সংস্কৃতি চালিয়ে যেতে দেওয়া হবে না।’

উল্লেখ্য, গত ৯ জুলাই চাঁদ সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রকাশ্যে হত্যার অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ছাত্রদলের অন্তত নয়জন নেতা এরইমধ্যে নৈতিক প্রতিবাদ হিসেবে পদত্যাগ করেছেন।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর