Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১৯:৩২ | আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৯:৩৫

পঞ্চগড়: রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, হত্যা ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে শেরে-বাংলা চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে জেলা জজকোর্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরে-বাংলা চত্বরে গিয়ে মিলিত হয়।

পঞ্চগড়ের সাধারণ শিক্ষার্থী ও পঞ্চগড়বাসী’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, সানাউল্লাহ, খুরশেদ মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শাহ পরাণ সুজন এবং গণ অধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, ‘ঢাকার মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু এই হত্যাকাণ্ডই নয়, জুলাই আন্দোলনের পরের সকল হত্যাকাণ্ডের বিচার চাই।’

হুঁশিয়ারি উচ্চারণ করে তারা আরো বলেন, ‘যদি এসব হত্যাকাণ্ডের বিচার না হয়, তবে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

কর্মসূচিতে শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এদিকে একই দিনে বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজারেও ছাত্রজনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এসএস

প্রতিবাদ বিক্ষোভ ব্যবসায়ী রাজধানী সোহা হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর