Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা সেতুর টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১৯:৩৫

মানববন্ধন

শরীয়তপুর: সারাদেশে হত্যা, চাঁদাবাজি, ধর্ষণ ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে পদ্মা সেতুর টোল প্লাজার সামনের সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শনিবার (১২ জুলাই) বিকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীরা পদ্মা সেতুর সামনে ঢাকামুখী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। যে কারণে ওই রুটের যাত্রীরা দুর্ভোগে পড়েন।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশে বক্তারা শরীয়তপুর থেকে ঢাকাগামী বাসে যাত্রাবাড়ী থানা যুবদল নেতার পাঁচ কোটি টাকা চাঁদা দাবির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে তারা সম্প্রতি ঘটে যাওয়া হত্যা ও ধর্ষণসহ সকল অনিয়ম বন্ধে সরকারকে ব্যবস্থা নিতে হুঁশিয়ারি দেন।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর