Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জটিল রোগে আক্রান্তরা হজে যেতে পারবেন না

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১৯:৪২ | আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৯:৪৮

ঢাকা: প্রতি বছর সৌদি আরবে হজে গিয়ে অনেক বাংলাদেশ হাজি মৃত্যুবরণ করেন। এবারও অনেকেই মৃত্যুবরণ করেছেন। সেইসঙ্গে সৌদি আরবে হাসপাতালে ভর্তিও আছেন। এই মৃত্যু হার কমাতে সৌদি সরকার নতুন নিয়ম জারি করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, আগামী বছর ফিটনেস সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে যেতে পারবেন না কোনো বাংলাদেশি হজযাত্রীরা। মূলত কিডনি, ক্যান্সারসহ জটিল রোগ নিয়ে হজ পালনে গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অনেকে। এ কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

সম্প্রতি, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি নজরে এনেছে সৌদি সরকার। দেশটি সাফ জানিয়ে দিয়েছেন, আগামী বছর থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য লাগবে সরকারি স্বাস্থ্য সংস্থার ফিটনেস সার্টিফিকেট।

বিজ্ঞাপন

২০২৫ সালে ৮৭ হাজার হাজির মধ্যে ৬৯ হাজার জন বাংলাদেশ মিশন মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন। যাদের মধ্যে ৩২৪ জন হাজিকে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে স্থানীয় হাসপাতালে।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার গণমাধ্যমকে জানান, এতো হজযাত্রীর জন্য অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা কষ্টকর। সৌদি সরকার চাচ্ছে, ভীষণ অসুস্থ রোগীদের যেন পাঠানো না হয়।

সৌদির এমন সিদ্ধান্তে কাজ শুরু করেছে ধর্মমন্ত্রণালয়। হজযাত্রীরা ফিটনেস সার্টিফিকেট নিতে পারবেন সিভিল সার্জন এবং সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। হজের মত পবিত্র বিষয় নিয়ে যেন বাণিজ্য না হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ হাবের।

এরইমধ্যে, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছে, প্রাক নিবন্ধনের আগেই সারতে হবে স্বাস্থ্য যাচাই প্রক্রিয়া।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

সৌদি সরকার হজ হজের নতুন নিয়ম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর