রাজবাড়ী: রাজবাড়ীতে অভিযান চালিয়ে বিদেশি রিভলবার, গুলি ও দেশীয় অস্ত্রসহ মো. হাকিম মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শনিবার (১২ জুলাই) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার দক্ষিণ ভবানিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. হাকিম মিয়া রাজবাড়ী পৌরসভার দক্ষিণ ভবানিপুর এলাকার সাইফুল্লাহ মিয়া টিপুর ছেলে।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের সদস্যরা দুপুরে রাজবাড়ী জেলার, সদর থানার দক্ষিণ ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাকিম মিয়া নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে একটি বিদেশী রিভলবার, ২ রাউন্ড অ্যামিউনিশন, ১ বোতল অবৈধ বিদেশি মদ, একটি খালি কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। এছাড়া গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।