চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের কবির হোসেন এবার কানসাট আমবাজারে নিয়ে এসেছেন থাইল্যান্ডের বিখ্যাত ‘চেং মাই’ আম। এই আমটি সত্যিই চমৎকার – এর নয়নাভিরাম রঙ, মসৃণ গঠন, বড় আকৃতি এবং অতুলনীয় মিষ্টি স্বাদ এটিকে যেন এক থাই রাজকুমারী করে তুলেছে!। এ ‘থাই রাজকুমারীকে’ দেখতে বাজারে শত শত মানুষ ভিড় জমিয়েছেন।
শনিবার (১২ জুলাই) সকালে প্রথমবারের মতো বাজারে আসে ‘চেং মাই’। বাজারে উঠেই সবার নজর কাড়ে এই নতুন জাতের আম। নজরকাড়া, আকারে বড় এবং স্বাদে অতুলনীয় হওয়ায় ‘চেং মাই’ আম নিয়ে চাষি ও ক্রেতা উভয়ের মধ্যেই ছিল ব্যাপক উৎসাহ।
নতুন জাতের এই আম দেখতে সকাল থেকেই বাজারে ভিড় জমিয়েছেন উৎসুক মানুষ। অনেকেই আগ্রহ নিয়ে দাম জিজ্ঞেস করছেন, কেউবা ক্যামেরাবন্দী করছেন নজরকাড়া এই আমকে।
চাষি কবির হোসেন জানান, তিনি দুই বিঘা জমিতে ‘চেং মাই’ জাতের আম চাষ করেছেন। ফলনও হয়েছে বেশ। আজেই প্রথম এক ভ্যান চেং মাই আম বাজারে এনেছেন। প্রতি মণ ৭ হাজার টাকা দাম চেয়েছেন। বেশ বিক্রি হয়েছে। লোকজনের ব্যাপক আগ্রহ দেখে তিনি অত্যন্ত উৎসাহিত।
ক্রেতারা ‘চেং মাই’ আমের রূপে, গন্ধে ও স্বাদে মুগ্ধ হয়েছেন। তারা বলছেন, ‘এই আমটি সত্যিই চমৎকার। দেখতেও যেমন দারুণ, খেতেও তেমন দারুণ।’
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, ‘চেং মাই’ থাইল্যান্ডের একটি বিখ্যাত আমের জাত। যা আমাদের দেশে এখনও নতুন। চাষিরা ব্যক্তিগত উদ্যোগে আই আমের চাষ শুরু করেছেন। আমটি শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও দারুণ সুস্বাদু।’
কৃষি কর্মকর্তা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘যদি টপ ওয়ার্কিং পদ্ধতিতে এই জাতের আমের বিস্তার ঘটানো যায়, তাহলে ভবিষ্যতে চাঁপাইনবাবগঞ্জে এটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।’
দেশের আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে এভাবেই বিদেশি জাতের ‘চেং মাই’ আম নিজের জায়গা করে নিচ্ছে। আশা করা হচ্ছে, আগামীতে চাঁপাইনবাবগঞ্জের মাটিতেই উৎপাদিত এই থাই আম সবার পছন্দের তালিকায় শীর্ষে উঠে আসবে।