বাগেরহাট: জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এদেশের প্রাণ-প্রকৃতি ও জলবায়ু যেন পরিবেশের উপযোগী থাকে, সেটা আমরা সব সময় চেয়েছি। কিন্তু রামপালের কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র এ অঞ্চলের মানুষের জলবায়ুকে হুমকির মুখে ফেলেছে। শুধু তাই নয়, মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের কোনো স্থাপনা নিয়ে বিদেশি ষড়যন্ত্র আমরা মেনে নিবো না।
শনিবার (১২ জুলাই) বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ পদযাত্রা অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ২৪ এর অভ্যুত্থানে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছিলাম, সেই আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি। চাঁদাবাজদের উৎপাত, খুন-খারাবি কমেনি, সন্ত্রাসী বেড়েছে। তাই আমাদের লড়াই অব্যাহত আছে, লড়াই চালিয়ে যেতে হবে।
জাতীয় নাগরিক পার্টির মোংলা-রামপালের প্রধান সমন্বয়কারী মাজেদুর রহমান জুয়েলের সভাপতিত্বে এ পদযাত্রায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোল্লা রহমাতুল্লাহসহ জাতীয় নাগরিক পার্টির মোংলা ও রামপালের নেতৃবৃন্দরা।
পদযাত্রা শেষে নেতৃবৃন্দরা বাগেরহাটে গিয়ে জুলাইয়ে নিহত শহিদের পরিবারের সাথে মতবিনিময় করেন। এর আগে হযরত খানজাহান আলীর মাজার জিয়ারত করেন তারা।