Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মদক্ষতা বৃদ্ধিতে ইংরেজি ভাষা আয়ত্তের বিকল্প নেই: এডাস্ট চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ২১:৩১ | আপডেট: ১২ জুলাই ২০২৫ ২১:৩৫

এডাস্ট বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান শামসুল আলম লিটন

ঢাকা: ইংরেজি ভাষা আয়ত্বে গুরুত্বারোপ করে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট) বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) চেয়ারম্যান শামসুল আলম লিটন বলেছেন, বৈশ্বিক যোগাযোগ ও কর্মদক্ষতা বৃদ্ধিতে ইংরেজি ভাষা আয়ত্তের বিকল্প নেই। প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল ডিগ্রি নয়, স্মার্ট কমিউনিকেশন স্কিল ও গ্লোবাল ওয়ার্ক কালচারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতাই একজন শিক্ষার্থী বা কর্মে নিয়োজিত ব্যক্তির ভবিষ্যৎ নির্ধারণ করে।

শনিবার ( ১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি সিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার বিকেলে ঢাকার দিয়াবাড়ি এলাকায় এডাস্টের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই) আয়োজিত ’ইংলিশ ফর ওয়ার্ক’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এডাস্ট চেয়ারম্যান এসব কথা বলেন। এ কর্মসূচি পরিবর্তনমুখী শিক্ষা ও দক্ষতার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

সেমিনারে ব্যাংকক থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে এসডিআই পরিচালক, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন বলেন, ‘এসডিআই শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এই আয়োজন এরই একটি অংশ। যার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজেদের আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারবেন।’

তরুণদের বৈশ্বিক কর্মদক্ষতা ও যোগাযোগ পারদর্শিতা বৃদ্ধির লক্ষ্য অর্জন ত্বরান্বিত করবে বলে জানান সেমিনারে অংশ নেওয়া বক্তারা। সভাপতিত্ব করেন এডাস্ট উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

সেমিনারের ভাষ্য উপস্থাপন করেন গবেষক, সিনিয়র আইইএলটিএস ইনস্ট্রাকটর মোজাম্মিল মোবারক হোসাইন, জান্নাতুল ফাহিম এবং মিরাজ হোসেন। সঞ্চালনা করেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর তানঝিম আরা ইঝুম। আরও বক্তব্য দেন সদস্যসচিব মো. কামরুজ্জামান লিটু, চীফ একাডেমিক এডভাইজর অধ্যাপক ড. এ.বি.এম. শহীদুল ইসলাম, এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন এবং অপারেশনস ম্যানেজার ব্যারিস্টার জাকির হোসেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের এডভাইজর, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থীসহ অতিথিরা অংশ নেন।

সারাবাংলা/জিএস/এইচআই

অতীশ দীপঙ্কর এডাস্ট শামসুল আলম লিটন