Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবসায়ী সোহাগ হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে কলাপাড়ায় মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ২১:৩৯

মশাল মিছিল

পটুয়াখালী: ঢাকায় ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে হত্যা ও দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা।

শনিবার রাত ৮ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মশাল মিছিলটি শুরু হয়। এতে শিক্ষার্থী, যুব সমাজ ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মশাল মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর কলাপাড়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ‘আমরা কলাপাড়াবাসীর’ সভাপতি নাজমুস সাকিব, সাবেক সভাপতি নজরুল ইসলাম ও সাংস্কৃতিক কর্মী তানজিল জামান জয়।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, ‘একজন সাধারণ ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা বর্বরতা ও নৃশংসতার চরম দৃষ্টান্ত। প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবে অপরাধীদের রক্ষা করার প্রবণতা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। বর্তমান সরকার এসব চাঁদাবাজি বন্ধে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এদের কঠোর হাতে দমন করতে না পারলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর