Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় যুবদল নেতা হত্যা
পুলিশের নিষ্ক্রিয়তায় ফুঁসছে এলাকাবাসী, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ২২:০৭

হত্যাকাণ্ডের বিচার ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ

খুলনা: খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে গুলি ও পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসীর অভিযোগ, খুলনায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। তাদের মতে, পুলিশের এই নিষ্ক্রিয়তার কারণেই সন্ত্রাসীরা এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর সাহস পাচ্ছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে এই হত্যাকাণ্ডের বিচার ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে এলাকার সর্বস্তরের মানুষ।

বিজ্ঞাপন

মিছিলটি দৌলতপুর শহীদ মিনার থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মীনাক্ষী হলের সামনে এসে শেষ হয়। এ সময় পুরো এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অংশগ্রহণকারীরা হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, খুলনায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। পুলিশের এই নিষ্ক্রিয়তার কারণেই সন্ত্রাসীরা এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর সাহস পাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বিক্ষোভকারীরা আরও বলেন, খুলনায় এর আগেও অনেক হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু কোনোটিরই সঠিক বিচার হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর এই দুর্বলতার সুযোগ নিয়েই অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

মাহবুবুর রহমান মোল্লা হত্যাকাণ্ডের জন্য তারা সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেন এবং অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

এলাকাবাসীর পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অবিলম্বে খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে যদি কঠিন শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।

সারাবাংলা/এসআর

খুলনা পুলিশের নিষ্ক্রিয়তা যুবদল নেতা হত্যা হুশিয়ারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর