Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইশতেহারে আলেম-নারী-মজুর সবার কথা তুলে ধরতে চাই: নাসীরুদ্দীন

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ২২:১৪

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা ‘জুলাই পদযাত্রায়’ সারাদেশ ঘুরে মানুষের অন্তরের কথা শুনছি। আমাদের লক্ষ্য ইশতেহারে আলেম, নারী, শ্রমিক, কুলি-মজুর—সবার কথা তুলে ধরা।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তার ব্যক্তিগত পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

তিনি লেখেন, ‘সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশে—প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে আলেমদের অসামান্য ভূমিকা ছিল। এই দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের জন্য এক অমূল্য সম্পদ। নতুন বাংলাদেশ গঠনে আলেম সমাজকে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যব্যবস্থা ও নীতিনির্ধারণে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সংস্কৃতি ও অর্থনীতির কাঠামোতেও তাদের সক্রিয়তা প্রয়োজন।‘

বিজ্ঞাপন

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও লেখেন, ‘আরবি ভাষায় দক্ষ এই জনগোষ্ঠী থাকার পরও আমরা মধ্যপ্রাচ্যের বিশাল শ্রমবাজার থেকে পিছিয়ে পড়ছি। এই সংকট নিরসনে আলেমদের দক্ষতা ও সামাজিক সংযোগকে কাজে লাগাতে হবে।’

তিনি উল্লেখ করেন, ‘মসজিদকেন্দ্রিক সমাজ কাঠামোর সঙ্গে আলেমদের গ্রাম-মহল্লার গভীর সংযোগ রয়েছে, যা নতুন রাষ্ট্র নির্মাণে অন্যতম ভিত্তি হতে পারে।’

পাটওয়ারী বলেন, ‘আমাদের দলের লক্ষ্য হলো এমন একটি ইশতেহার তৈরি করা, যেখানে দেশের সকল শ্রমজীবী মানুষ, নারী, এবং ধর্মীয় ও সামাজিক নেতৃত্বধারীদের বাস্তবতা ও চাহিদার প্রতিফলন থাকবে।’

সারাবাংলা/এফএন/এইচআই

ইশতেহার এনসিপি নাসীরুদ্দীন পাটওয়ারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর