Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা এখন ‘খুনের নগরীতে’ পরিণত হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ২২:৪২

খুলনা মহানগর বিএনপির এক জরুরি সভা

খুলনা: আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে কোনো অগণতান্ত্রিক শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

তারা বলেন, ‘রগ কাটা রাজনীতি’ একটি নির্দিষ্ট দলের ইতিহাস। ৫ আগস্ট দীর্ঘ দেড় যুগের অবর্ণনীয় নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, সোয়া লাখ গায়েবি মামলা এবং ইতিহাসের বর্বরতম ফ্যাসিবাদী নিষ্পেষণ থেকে দেশ, জাতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মুক্তি পেলেও দেশকে আবারও অশান্ত করার পায়তারা করা হচ্ছে।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির এক জরুরি সভায় বক্তারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

খুলনা মহানগর বিএনপির নেতারা বলেন, ‘গত ১৬ বছর ধরে নিপীড়িত দলের নির্যাতিত নেতাকর্মীরা গুপ্ত রাজনৈতিক দলের অপপ্রচারের মুখে পড়েছেন। গুপ্ত রাজনৈতিক দলগুলো একতরফাভাবে অপকর্ম চালালেও, মিডিয়া ক্যু’র মাধ্যমে তা দেশের বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর চাপানো হচ্ছে।’

তারা আরও উল্লেখ করেন, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এই ঘটনার সত্য উদঘাটনের দায়িত্ব প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর। দুয়েকটি রাজনৈতিক দল এ নিয়ে মিছিল করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

বিএনপি নেতৃবৃন্দ প্রশ্ন রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কীভাবে পায়ের রগ কাটা হয়েছিল এবং কীভাবে বাসের ভেতর থেকে ছাত্রদল নেতাকে ধরে বিনোদপুর গ্রামে নিয়ে হত্যা করা হয়েছিল।

তারা আরও বলেন, বিএনপির ইতিবাচক দিকগুলো উপেক্ষা করে যারা ফায়দা লোটার অপচেষ্টা করছেন, তাতে কোনো লাভ হবে না।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, দৌলতপুরে পায়ের রগ কেটে হত্যা করার ঘটনা এবং চাঁদপুরে পবিত্র মসজিদে ঢুকে ইমামকে কোপানোর ঘটনাগুলো ওই গোষ্ঠী বলছে না।

মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা আরও বলেন, ‘খুলনা নগরী এখন খুনের নগরীতে পরিণত হয়েছে। খুন, অস্ত্রের মহড়া, চুরি, ডাকাতি ও লুটপাট এখন নিত্যদিনের ঘটনা। দৌলতপুরে সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানসহ গত ১০ মাসে মহানগরীতে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

বক্তারা অভিযোগ করেন, ‘গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খুলনার পুলিশ প্রশাসনের উদাসীনতার কারণে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

সভা থেকে বক্তারা আরও উল্লেখ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মুর্শিদ কামাল, সৈয়দা রেহেনা ঈসা, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মো. মজিবুর রহমান, মিজানুর রহমান মিলটন, আব্দুল আজিজ সুমন, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, মিরাজুর রহমান মিরাজ, রবিউল ইসলাম রুবেল, অ্যাডভোকেট হালিমা আক্তার খানম, মোল্লা সোহাগ হোসেন ও নাসির উদ্দিন নাসির প্রমুখ।

খুলনা মহানগরীতে সংঘটিত ধারাবাহিক হত্যাকাণ্ড, মাদক, চাঁদাবাজি ও দখলবাজ সন্ত্রাসীদের দৌরাত্ম্য এবং পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে আগামীকাল রোববার (১৩ জুলাই) বিকাল ৪টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করাবে বিএনপি।

সারাবাংলা/এসআর

খুনের নগরী খুলনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর