ঢাকা: বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, আপনারা তো শুধু নির্বাচন চাইতেই জানেন, কিন্তু খুনি-চাঁদাবাজদের বিরুদ্ধে মুখ খুলেন না কেন? মিটফোর্ডের হত্যাকাণ্ড নিয়ে তো আপনাদের কোনো কথা নেই। তাহলে কি এখনো দলীয় সন্ত্রাসীদের ঊর্ধ্বে উঠতে পারেননি?
শনিবার (১২ জুলাই) বাদ জোহর বায়তুল মোকাররম উত্তর গেটে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুলের উদ্দেশ্যে রফিকুল ইসলাম বলেন, ‘‘যাকে মিটফোর্ডে পাথর মেরে হত্যা করা হয়েছে, তার অপরাধ কী ছিল? সে হয়তো যুবদলের কর্মী ছিল, তাতে কী আসে যায়? সে তো মানুষ। তার ‘অপরাধ’ একটাই – চাঁদা দিতে অস্বীকার করেছে। এই দেশে কি এখন চাঁদা না দিলে মৃত্যুদণ্ড কার্যকর হয়?”
তিনি আরও বলেন, ‘চাঁদাবাজদের রুখতে জনগণই শক্তি। মানুষ যদি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে না তোলে, তাহলে আজ সোহাগ মরেছে, কাল যে কেউ মরতে পারে। জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’
রফিকুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজ ও খুনিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তারা চাঁদাবাজই। জনগণ যদি একত্রিত না হয়, তাহলে এরা দেশ চালাবে। সরকারের উচিত, এখনই কঠোর ব্যবস্থা নেওয়া। নয়তো জনরোষ এড়ানো যাবে না।’
তিনি বলেন, “আপনারা ক্ষমতায় আছেন জনগণের কল্যাণের জন্য, আরামে থাকার জন্য নয়। কিন্তু দেখা যাচ্ছে, থানা থেকে আসামি ছিনতাই হয়ে যাচ্ছে, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তাহলে দায়িত্ব পালন করছেন কাদের জন্য?”
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে শাহবাগ পর্যন্ত যায়। এতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশ নেন।