Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক অস্থিরতা তৈরির পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ২২:৫৬

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক

ঢাকা: বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার যখন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির কথা বললেন, ঠিক তখনই শুরু হলো হত্যা-সহিংসতা। এটি নিছক ঘটনা নয়, বরং একটি গভীর চক্রান্ত।

শনিবার (১২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের আয়োজিত এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচির মূল দাবি ছিল—২০১১ সালের ৬ জুলাই তার ওপর পুলিশের হামলার জন্য দায়ী তৎকালীন কর্মকর্তা হারুন-অর-রশিদ ও বিপ্লব কুমারের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা।

বিজ্ঞাপন

ফারুক বলেন, ‘ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় ছাত্রদল ও যুবদল দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে, সংবাদ সম্মেলন করেছে। কিন্তু আমার বিরুদ্ধে হামলার ঘটনায় দায়ের করা মামলার কোনো অগ্রগতি নেই। হারুন-বিপ্লবরা কোথায় আছেন, কেন তারা ধরা পড়ছেন না, জনগণকে জানাতে হবে।’

তিনি দাবি করেন, ‘মিটফোর্ড হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে হবে। যেভাবে ব্লগার অভিজিৎ হত্যায় আওয়ামী লীগ ব্যবস্থা নেয়নি, ঠিক তার বিপরীতে বিএনপি তারেক রহমানের নির্দেশে অভিযুক্তদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার করেছে।’

ফারুক আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার লন্ডনের বৈঠকের পর নির্বাচন নিয়ে আলোচনা চলছিল। ঠিক এই সময়েই এই হত্যাকাণ্ড সংঘটিত হলো। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত চক্রান্ত। নির্বাচনের আগে দেশে অস্থিরতা তৈরি করাই এর লক্ষ্য।’

তিনি বলেন, ‘বাংলাদেশে এখন সংকট সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা চলছে। অথচ এখন জরুরি দরকার একটি নির্বাচিত সরকার। তাই নির্বাচন কমিশনের উচিত তফসিল ঘোষণা করে রাজনৈতিক সরকার গঠনের পথ সুগম করা।’

তারেক রহমানের বক্তব্য তুলে ধরে ফারুক বলেন, “গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের বিকল্প নেই। জনগণের আশা পূরণ করতে হলে প্রধান উপদেষ্টার উচিত দ্রুত ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া।”

প্রতীকী অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটন। উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হারুনুর রশিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।

সারাবাংলা/এফএন/এইচআই

জয়নুল আবদিন ফারুক বিএনপি রাজনৈতিক অস্থিরতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর