সিঙ্গাপুর: প্রখ্যাত বাংলাদেশি সাহিত্যিক মজিদ মাহমুদের উপন্যাস ‘মেমোরিয়াল ক্লাব’র দ্বিভাষিক (বাংলা-ইংরেজি) প্রকাশনা উৎসব সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে। উপন্যাসটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রকাশনা সংস্থা গডিবয়। শনিবার (১২ জুলাই) সিঙ্গাপুরের ডাক্সটন রোডে অবস্থিত স্বনামধন্য সাহিত্য প্রতিষ্ঠান ‘বুক বার’-এ প্রকাশনা উৎসবটি অনুষ্ঠিত হয়।
প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন মার্কিন কবি জি লং কোহ, বাংলাদেশি বংশোদ্ভূত কবি এ কে জিলানী এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক ও দার্শনিক নূর আমালি ইব্রাহিম। এতে সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের লেখক-পাঠক এবং প্রবাসী বাঙালিরাও উপস্থিত ছিলেন।

সিঙ্গাপুরের ডাক্সটন রোডে অবস্থিত সাহিত্য প্রতিষ্ঠান ‘বুক বার’-এ ‘মেমোরিয়াল ক্লাব’র প্রকাশনা উৎসবটি অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
বাংলা ভাষায় রচিত এই উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেছেন লেখক নিজেই। আধুনিক ঢাকার প্রেক্ষাপটে লেখা উপন্যাসটিতে একজন হতাশ সাংবাদিকের জীবনের মধ্য দিয়ে বাংলাদেশি সমাজ কাঠামোর দ্বন্দ্ব, অসামঞ্জস্য ও গভীর মানবিক টানাপড়েন তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে উপন্যাসটির বাংলা ও ইংরেজি পাঠ এবং সাহিত্যিক বিশ্লেষণ অনুষ্ঠিত হয়, যা সিঙ্গাপুরের বুদ্ধিজীবী মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানে মার্কিন লেখক ও প্রকাশক জি লিওং কোহ বলেন, ‘মেমোরিয়াল ক্লাব’ উপন্যাসটি প্রথম পাঠেই আমার কাছে আলবেয়ার ক্যামুর আউট সাইডারের মতো শক্তিশালী মনে হয়েছিল।’

সিঙ্গাপুরের ডাক্সটন রোডে অবস্থিত সাহিত্য প্রতিষ্ঠান ‘বুক বার’-এ ‘মেমোরিয়াল ক্লাব’র প্রকাশনা উৎসবটি অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
লেখক মজিদ মাহমুদ অনুষ্ঠানে বলেন, ‘এই উপন্যাসটিতে কেবল একজন মানুষের সংকটের কথা নয়, এটি আমাদের সামাজিক কাঠামোর গভীর ক্ষত এবং দ্বন্দ্বের কথা তুলে ধরা হয়েছে। সিঙ্গাপুরের পাঠকদের কাছে এটি তুলে ধরতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’
উল্লেখ্য, মজিদ মাহমুদ বাংলাদেশের একজন খ্যাতনামা কবি, ঔপন্যাসিক ও গবেষক। তার কাব্যগ্রন্থ মাহফুজামঙ্গল এবং নজরুল-জীবনভিত্তিক উপন্যাস ‘তুমি শুনিতে চেয়ো না’ ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে। তার সাহিত্যকর্ম দেশি-বিদেশি বহু পুরস্কারে ভূষিত হয়েছে।