Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই শহিদ পরিবারের পাশে সন্তানের মতো থাকবে ছাত্রদল: রাকিব

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ২৩:০৭ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ০১:১৪

শহীদ ও আহত পরিবার সদস্যদের সাথে মতবিনিময় সভায় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি: সারাবাংলা

ঢাকা: শহিদ পরিবারের সদস্যদের পাশে সন্তানের মতো থেকে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ‘শহিদ পরিবারের ডাকলেই সাড়া দেবে ছাত্রদল। যতদিন বেঁচে থাকব, ততদিন আপনাদের সন্তান হয়ে পাশে থাকব।’

শনিবার (১২ জুলাই) বিকেলে গুলশানের হোটেল লেকশোরে ছাত্রদলের আয়োজিত ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে’ শহীদ ও আহত পরিবার সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতাকর্মীদের পরিবারের সদস্যদের এ সভায় সংবর্ধিত করা হয়।

বিজ্ঞাপন

সভায় রাকিব বলেন, ‘আমাদের শহিদ রাব্বি, রিপন শীলসহ অসংখ্য ভাইয়ের আত্মত্যাগ ছাত্রদল ভুলে যায়নি। তাদের পরিবার আমাদের পরিবার। আমি শুধু বক্তব্য দিচ্ছি না—এই কথা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর অন্তরের আওয়াজ।’

তিনি আরও বলেন, ‘আপনারা যখনই ডাকবেন, আমরা সাড়া দেব। আমরা সন্তান হিসেবে পাশে থাকব, দায়িত্ব পালন করব।’

আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

সভাটি সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

এ সভায় বিএনপি নেতারা শহিদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘তাদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

সারাবাংলা/এফএন/এসএস

ছাত্রদল জুলাই রাকিব শহীদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর