খুলনা: ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় শুরু হওয়া ২১ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা জমে উঠেছে।
শনিবার (১২ জুলাই) খুলনা সার্কিট হাউস মাঠের টেনিস গ্রাউন্ড সংলগ্ন মেলা প্রাঙ্গণে সরেজমিনে দেখা গেছে, দর্শনার্থী ও ক্রেতাসাধারণের উপচে পড়া ভিড়। পছন্দের গাছ কিনতে তারা স্টলগুলোতে ভিড় করছেন
গত ৭ জুলাই মেলা শুরু হওয়ার পর থেকে ১১ জুলাই সকাল পর্যন্ত ১০ হাজার ৪২৩টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিক্রি হয়েছে, যার মোট মূল্য ১৪ লাখ ৩৬ হাজার ২৬৫ টাকা। মেলায় মোট ৬১টি স্টল রয়েছে। যেখানে বনজ, ফলজ, ওষুধি, শোভাবর্ধক এবং ফুলের চারা-সহ বিভিন্ন ধরণের গাছ বিক্রি করা হচ্ছে।
খুলনা নগরীর বয়রা এলাকার বাসিন্দা নাহিদ ইসলাম বলেন, ‘এবারের মেলায় অনেক ফল ও গাছের চারা উঠেছে। মেলা ঘুরে বেশ কয়েকটি ফুলের চারা কিনেছি। ঘুরে দেখছি, পছন্দ হলে আরও কিনবো।’
নগরীর শিপইয়ার্ড এলাকার বাসিন্দা জাফিয়া খাতুন বলেন, ‘আমাদের বাড়ির বেলকনি ও ছাদে কমবেশি বাগান করি। সবজি, মরিচ ও নানা ফলদ গাছ লাগানো হয়েছে। কিছু গাছ পরিচর্যার পরও ফল আসে না। তাই মেলায় এসেছি কম পরিচর্যায় তাড়াতাড়ি ফল আসে এমন চারাগাছ নিতে। ইতিমধ্যে বেশ কয়েকটি পছন্দের গাছ কিনেছি।’
স্টল মালিক ইলিয়াস হোসেন বলেন, ‘আবহাওয়া প্রতিকূল থাকলেও এবছর বৃক্ষমেলার বিক্রি মোটামুটি ভালো। আগামী দিনগুলোতে গাছের চারা বিক্রি বাড়বে বলে তারা আশাবাদী।’