ঢাকা: রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, এমন ভয়ার্ত পরিস্থিতির জন্য ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে এ দেশের সূর্যসন্তানরা জীবন দেননি।
শনিবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের এ মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, ‘দেশজুড়ে মানুষ এখন ভয়ার্ত অবস্থায় আছে। ঘৃণা, বিদ্বেষ, প্রতিহিংসা ও হিংস্রতা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে (২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মে পর্যন্ত) মব ভায়োলেন্সে সারাদেশে ১৭৪ জন মানুষ হত্যার শিকার হয়েছে। এটি চরম উদ্বেগজনক।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক অসহিষ্ণুতা ও বিচারের অভাবেই দেশে সহিংসতা এভাবে বেড়ে গেছে।’
বিবৃতিতে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি সেনাবাহিনীর পক্ষ থেকেও কড়া হুঁশিয়ারি আসার পরও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। সন্ত্রাসীরা এখনো বেপরোয়া। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এই সহিংসতা সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় ঐক্য ও সম্প্রীতির যে ঐতিহ্য আমরা ধারণ করি, সেটি এই ধারাবাহিক সহিংসতায় ধ্বংসের মুখে পড়েছে। এটা মেনে নেওয়া যায় না।’
জিএম কাদের বলেন, ‘দেশের মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়। এর জন্য দরকার আইনের শাসন, গণতন্ত্র, সুশাসন এবং রাজনৈতিক সহনশীলতা।’