সিলেট: সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন।
শনিবার (১২ জুলাই) সকালে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির তামাবিল বিওপির কাছে হস্তান্তর করা হয়। বিজিবি সদস্যরা আটক মোখলেছুর রহমান সুমনকে সিলেটের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চত করে বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
জানা যায়, আটক সুমন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তাড়াইল গ্রামের হাজি ইরফান উদ্দিনের ছেলে। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-কমিটির সম্পাদক। তার বড় ভাই মোতালেব মাতুব্বর ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয়ভাবে ‘ভাঙার সুমন’ নামে পরিচিত ওই আটক ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।