Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বৈষম্য বিরোধী আন্দোলনের মশাল মিছিল

ঢাবি করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ২৩:৪৪

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বৈষম্য বিরোধী আন্দোলনের মশাল মিছিল। ছবি: সারাবাংলা

ঢাকা: চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শাহবাগে সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ, সাধারণ সম্পাদক হাসান ইনামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় তারা সারাদেশে নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের আহ্বান জানান ।

বৈষম্য বিরোধী আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, ‘মিডিয়াকে বলব আপনাদেরকে বলা হয় রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ, স্বাধীন গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার। গণমাধ্যম যাতে স্বাধীনভাবে চলতে পারে এজন্য ছাত্রদের মধ্য থেকে সরকারে রয়েছেন মাহফুজ আলম। তাকে বলব মিডিয়া যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব আপনার।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আজকে আমি একটা ভিডিও দেখতে পেয়েছি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ছবি এবং একটি ব্যানারকে কোন একটা গ্রুপ পদদলিত করেছে, ভিডিওটা আজকে ভাইরাল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ডকে নিন্দা জানাই। যারা আমাদের শ্রদ্ধার আসনে রয়েছেন তাদের শ্রদ্ধা, তাদের সম্মান নিশ্চিত করার দায়িত্ব আমাদের ’

সবশেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছিলেন। যা আওয়ামী লীগের পক্ষে শোনা গিয়েছিল। আওয়ামী লীগের পক্ষে বার্তা গিয়েছে সেই এক কথায় কিন্তু তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার গদি থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে সরিয়ে দিতে বাধ্য করেছে ছাত্রজনতা। সুতরাং সাবধান। ফেসবুকে ঢুকলে আপনার বিভিন্ন মানবিক কাজের দেখতে পাওয়া যায় অথচ আপনার কাজ রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সেই কাজে আপনি একদম লবডংকা।’

স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যদি পারেন তাহলে এক সপ্তাহের মধ্যে আপনি খুন,ধর্ষণে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করুন। যদি দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ অ্যাকশন দেখান আর যদি নিয়ন্ত্রণ করতে না পারেন ছাত্র জনতার পক্ষ থেকে আসসালামু আলাইকুম বলে আপনি বিদায় নেন।’

সারাবাংলা/কেকে/এসএস

বৈষম্য বিরোধী আন্দোলন মশাল মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর