ঢাকা: দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ উদ্বেগ প্রকাশ করেন। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বিবৃতিতে বলা হয়, ‘রাজধানী ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে চাঁদা না দেওয়ায় যুবদল নেতা মঈন ও তার সহযোগীরা পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করেছে। এ ঘটনা আবারও প্রমাণ করে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে।’
তারা আরও বলেন, খুলনায় যুবদল নেতা মাহবুবকে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা, ও চাঁদপুরে জুমার নামাজের পর ধর্মীয় উন্মাদনায় এক ইমামের ওপর কুপিয়ে হামলা—এই ঘটনাগুলো বাংলাদেশে সহিংসতা, ধর্মীয় উগ্রতা এবং বিচারহীনতার উদ্বেগজনক বাস্তবতা তুলে ধরছে।
সিপিবি নেতারা বিবৃতিতে বলেন, ‘এই তিনটি ঘটনা আমাদের সামাজিক ও রাজনৈতিক সংকটের প্রতিচ্ছবি। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। প্রশাসন ও সরকারের উচিত কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।’
তারা আরও বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হবে। একের পর এক হত্যাকাণ্ড ও সহিংসতা দেশকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।’
সিপিবি রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে সন্ত্রাস ও অপরাধ প্রবেশ ঠেকাতে আহ্বান জানিয়ে বলে, ‘ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে এই বর্বরতা বন্ধ হবে না। জনগণকে সচেতন হয়ে রাস্তায় নেমে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’