রংপুর: রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত ফাঁসি কার্যকর, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ বিনির্মাণ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টায় এনসিপির জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা নগরীর প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এতে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মিছিলটি নগরির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা হয়ে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
মিছিলে ‘দালালি না রাজপথ’, ‘ক্ষমতা না জনতা’ ‘ওয়ান টু থ্রি ফোর, চাঁদাবাজ নো মোর’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘চব্বিশের বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘চাঁদাবাজের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ ইত্যাদি স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, ‘মধ্যযুগীয় কায়দায় যেভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যাকাণ্ড করা হয়েছে, তা আইয়ামে জাহেলিয়াতের যুগকে হার মানিয়েছে। এর সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।’