Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ০০:১০

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে লাল চাঁদ সোহাগ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল করেছে সাধারণ ছাত্র-জনতা।

শনিবার (১২ জুলািই) রাত ৮ টায় শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক জেলা আহ্বায়ক আল আমিন, সংগঠক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বীথি, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম সংগঠক মনিরুল ইসলাম, ফাহাদুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, দিনের আলোতে সাধারণ মানুষের সামনে প্রকাশ্যে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে। এ ছাড়াও, বিগত চার মাসে ঢাকাতে ১৩৭ টির মতো খুন হয়েছে। এ সব হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।

এ ছাড়াও, সারাদেশে চাঁদাবাজি বন্ধে অন্তবর্তী সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দেন আন্দোলনকারীরা।

সারাবাংলা/পিটিএম

ঢাকা ব্যবসায়ী হত্যা মশাল মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর