Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধুর তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করায় যুবককে কুপিয়ে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ০০:২০

প্রতীকী ছবি

যশোর: বন্ধুর তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করায় আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভিকটিমের পরিবারের দাবি, কৌশলে ফোন করে ডেকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

শনিবার (১২ ‍জুলাই) রাত ১০টার দিকে শহরের ষষ্ঠীতলা এলাকায় এ ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আশরাফুল ইসলাম বিপুল যশোর শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে। তিনি এসিআই গ্রুপের ডিপোর শ্রমিক হিসেবে কাজ করতেন।

বিপুলের বাবা আখতার হোসেন জানান, শহরের ষষ্ঠিতলা এলাকার বাপ্পী তার ছেলে বিপুলের বন্ধু ছিলেন। বাপ্পী মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেয়। এর পর সুমাইয়া বিপুলের সঙ্গে সম্পর্ক করে বিয়ে করে। এতে বাপ্পী ক্ষিপ্ত হয় এবং বিপুল ও সুমাইয়াকে হত্যার হুমকি দেয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এর পর বিভিন্ন সময় বাড়ির সামনে বোমা হামলার ঘটনাও ঘটায়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। আজ কৌশলে অন্য লোক দিয়ে ফোন করে ডেকে নিয়ে বিপুলকে কুপিয়ে জখম করে বাপ্পী ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা বিপুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার কিছু সময় পর তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ শাকিরুল ইসলাম বলেন, ‘বিপুলের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাকে ভর্তি করে ওয়ার্ডে পাঠানোর পর তিনি মারা যান।’ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান এ চিকিৎসক।

ওসি আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়েছে। হামলাকারীর তথ্য নিয়ে গ্রেফতার অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/পিটিএম

খুন টপ নিউজ তালাক দেওয়া বন্ধু বিয়ে স্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর