Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ০০:৩০

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১২ জুলাই) রাত ৯টা ৫৮ মিনিটে কার্যালয়ের সামনের রাস্তায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী গণমাধ্যমকে বিষয়টি জানিছেন।

জানা গেছে, বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঘটনাস্থলে উপস্থিত বাসযাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণের শব্দে লোকজন এদিক-সেদিক ছুটোছুটি করেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) শাহরিয়ার আলী বলেন, রাত ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/পিটিএম

কেন্দ্রীয় কার্যালয় বিএনপি বোমা বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর