Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক ভূমিকা যথেষ্ট নয় : জাতিসংঘ মহাসচিব


২ জুলাই ২০১৮ ১৬:৩৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।। 

কক্সবাজার: রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ভূমিকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বলে মন্তব্য করেছেন সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এমনকি এই বিষয়ে আন্তর্জাতিক ভূমিকাও যথেষ্ট নয় বলে মনে করেন তিনি।

সোমবার (২ জুলাই) কক্সবাজারের কুতুপালং শরনার্থী শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাতিসংঘ প্রধান।

শুধু রোহিঙ্গা নয় বাংলাদেশিদের পাশেও থাকবে বিশ্বব্যাংক

অ্যান্তোরিও গুতেরেস বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের পদক্ষেপ সন্তোষজনক নয়। আন্তর্জাতিক চাপ প্রয়োগের মাধ্যমেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

বাংলাদেশ সফরের আগে মিয়ানমারে গিয়েছিলেন উল্লেখ করে গুতেরেস বলেন, সেখানকার পরিস্থিতি তিনি দেখে এসেছেন। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেছেন, তাদের পরিস্থিতি দেখেছেন। তিনি বলেন, এসব দৃশ্য খুবই অমানবিক। রোহিঙ্গাদের কষ্ট দেখে মন না ভেঙে কোনো উপায় নেই।

শরণার্থী শিবির পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তিনি জানান, সংকট মোকাবিলায় বাংলাদেশকে স্বল্প সুদে তিন বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক।

এর আগে সোমবার সকালে কক্সবাজার পৌঁছেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।

সারাবাংলা/এসএমএন

রোহিঙ্গা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর