Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাব বিশ্বকাপ ২০২৫
পিএসজি-চেলসি ফাইনাল যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২৫ ০৯:৫২

ফাইনালে মুখোমুখি পিএসজি-চেলসি

বহু বছরের প্রথা ভেঙে ৩২ দলের নতুন ফরম্যাটে আয়োজন করা হয়েছিল এবারের ক্লাব বিশ্বকাপ। দীর্ঘ এক মাসের জমজমাট এক লড়াই শেষে ফাইনালে উঠেছে ফরাসি ক্লাব পিএসজি ও ইংলিশ ক্লাব চেলসি। আজ রাতে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি দুই দল।

ইউরোপিয়ান ও ঘরোয়া ট্রেবল জেতা পিএসজি এই আসরের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে। কঠিন সব প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেছে লুইস এনরিকের দল।

টুর্নামেন্টের শুরুতে ফেভারিটের তকমা না থাকলেও সবাইকে খানিকটা চমকে দিয়েই ফাইনালে পৌঁছে গেছে ইংলিশ ক্লাব চেলসি।

আজ মেটলাইফ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে পিএসজি-চেলসি। বাংলাদেশ থেকে ম্যাচটি উপভোগ করা যাবে ডিএজেডএন ওয়েবসাইটে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ক্লাব বিশ্বকাপ ২০২৫ চেলসি পিএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর