Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১০:৫১ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১১:০২

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীতে পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজন মারা গেছেন। হলেন বিমানবন্দরে আশরাফুল আলম (৩২) ও মিরপুরে আহসানউল্লাহ সরদার (৬৩)

শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর তিন নম্বর টার্মিনালের সামনের রাস্তায় পিকআপ ধাক্কায় আহত হন আশরাফুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত সোয়া ২টার দিকে তিনি মারা যান।

অন্যদিকে শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মিরপুর ১ নম্বর সেকশনের ফলের আড়তের সামনে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় আহত হন আহসানউল্লাহ সরদার। স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। রোববার (১৩ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তিনি মারা যান।

বিজ্ঞাপন

নিহত আহসানউল্লাহ সরদারের ছেলে ইয়াসিন আরাফাত জানান, তাদের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মিলন কান্দি গ্রামে। তিনি মিরপুর দারুস সালাম জাহানারাবাদ বেরিবাদ এলাকায় থাকেন। তার বাবা মিরপুর ১ নম্বরে ফলের আড়তের ম্যানেজার ছিলেন। রাতে বাসা থেকে খাওয়া দাওয়া করে তার বাবা ফলের আড়তে যাচ্ছিলেন। ফলের আড়তের সামনে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে হাসপাতালে মৃত আশরাফুল আলমের চাচাতো ভাই হাসান আল আরিফ জানান, তাদের বাড়ি গাজীপুরের জয়দেবপুর থানার কারণে গ্রামে। তার বাবর নাম মৃত মোকসেদ আলী। রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর তিন নম্বর টার্মিনালের সামনে এক পিকআপের ধাক্কায় আহত হয়। পরে বিমানবন্দর পুলিশের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

সড়ক দুর্ঘটনায় নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর