Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে দেশীয় মদ উৎপাদন বন্ধে সেনা অভিযান, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১২:৩৫

সেনা অভিযানে আটক ৪।

নাটোর: অবৈধ দেশীয় মদ উৎপাদন ও সংরক্ষণের বিরুদ্ধে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কোলাকান্ত নগর গ্রামে সেনাবাহিনীর একটি সফল অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (১৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনী একটি অবৈধ দেশি মদ তৈরির কারখানার সন্ধান পায়। অভিযান চলাকালে কারখানা থেকে চারজন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। একইসঙ্গে প্রায় ৪৫ লিটার প্রস্তুতকৃত দেশি মদ এবং বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়, যা দিয়ে মদ তৈরির প্রস্তুতি চলছিল।

আটকরা হলেন -বাসনা রানী, উজ্জল, বিমলা ও জগেস।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের এবং জব্দ হওয়া মাদকদ্রব্য গুরুদাসপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

মদ উৎপাদন সেনা অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর