ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আমেরিকার কিছু কৌশলগত বিষয়ে রয়েছে। এর মধ্যে নিরাপত্তা ও অন্য দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত। সেদিক থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে প্রথমে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি করতে চায়, যেখানে তাদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় রয়েছে।
রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ‘ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব অধিকতর গতিশীল করার জন্য গঠিত কমিটি’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, এসব বিষয়ে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে যে আলোচনা হয়েছে, এতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এরপর ট্যারিফ (শুল্ক) ও নন-ট্যারিফ (অশুল্ক) বিষয়ে আলোচনা হবে।
নন-ট্যারিফ বাধা কী কী আছে, সেগুলো দূর করার জন্য কী করণীয়, সেসব বিষয়ে আলোচনা হবে। আশা করছি, ১ আগস্টের আগেই আলোচনা শেষ হবে। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করার বিষয়ে সরকার সর্বাত্মক চেষ্টা করছে।
এলএনজি আমদানির বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্র থেকে এলএনজিসহ অন্যান্য পণ্য আমদানি করা হচ্ছে। এক্সিলারেট এনার্জি থেকে এলএনজি আমদানি হচ্ছে। শেভরনের সঙ্গে কাজ হচ্ছে।