Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহরাওয়ার্দী-শিশু-পঙ্গু ও হৃদরোগে যৌথ অভিযান, ১৫ দালালকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৪:১৪

অভিযানে আটক দালালরা।

ঢাকা: রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী, শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে যৌথ অভিযান চালিয়ে ১৫ জন দালালকে আটক করা হয়। এরপর তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ জুলাই) সকাল থেকে হাসপাতালগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

জানা গেছে, সকাল ১১টায় যৌথভাবে অভিযান শুরু করে সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সদস্যদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম। অভিযানে হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, ফার্মেসি ও গাড়ি পার্কিংয়ের আশপাশে সক্রিয় দালালদের চিহ্নিত করে আটক করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে র‍্যাব-২ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার জানান, সকাল ১০টা থেকে আমরা একসঙ্গে এই এলাকার চারটি প্রধান হাসপাতালে অভিযান পরিচালনা করি, এ সময় সরকারি হাসপাতালগুলো থেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে ১৫ জনকে আমরা আটক করেছি।

তিনি বলেন, আটকদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এই অভিযান নিয়মিত পরিচালনা করছি এবং অব্যাহত থাকবে।

সারাবাংলা/এমএইচ/এনজে

কারাদণ্ড দালাল যৌথ অভিযান শহিদ সোহরাওয়ার্দী হাসপাতাল