Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা-ঢাকা সরাসরি ট্রেন ও ঈশ্বরদীতে বিমানবন্দর চালুর দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৫:৫২

মানববন্ধন

পাবনা: পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন সার্ভিস ও ঈশ্বরদী বিমানবন্দর চালু, শহরে চার লেন সড়ক নির্মাণ, আরিচা-কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে পাবনাবাসী।

রোববার (১৩ জুলাই) সকাল ১১ টার থেকে ঘণ্টাব্যাপী আব্দুল হামিদ সড়কের শহীদ চত্ত্বরে ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা— রাজনৈতিক সংগঠনগুলোর ব্যর্থতার তীব্র সমালোচনা করে ট্রেনের দাবিতে রাজপথে নেমে আসার কথা জানিয়েছেন। তারা বলেন, ‘পাবনা থেকে মাঝপাড়া পর্যন্ত একটি অকার্যকর রেললাইন চালু করা হয়েছে। এই রেললাইনকে কার্যকর করে দ্রুত পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালুর মাধ্যমে যাতায়াত সহজ করতে হবে।’

বিজ্ঞাপন

বক্তারা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে— কাজিরহাটের ফেরিঘাট খয়েরচরে স্থানান্তর, এর ফলে দুই ঘণ্টার পথ ১৫ মিনিটে পারাপার সম্ভব হবে। ঈশ্বরদী ইপিজেড ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য একটি বিমানবন্দর চালুর দাবি করেন তারা। এছাড়াও যানজট নিরসনে চার লেন সড়ক নির্মাণের দাবি জানান তারা।

বক্তারা পাবনা-আটঘরিয়া হয়ে মাঝপাড়া দিয়ে ৩০ কিলোমিটার ঘুরে ঢাকায় ট্রেন যাওয়ার প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন এবং এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান।

শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফার সভাপতিত্বে ও আতাইকুলা ডিগ্রি কলেজের প্রভাষক রাজু ইসলাম ওলির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান ও নতুন চোঁখ পত্রিকার প্রকাশক এস এম আলম।

সারাবাংলা/এসআর

ঈশ্বরদী পাবনা বিমানবন্দর মানববন্ধন সরাসরি ট্রেন