ঢাকা: দেশের পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে। ফলে টানা ছয় কার্যদিবস ধরে উত্থান শেষে রোববার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর প্রধান মূল্যসূচকের সামান্য পতন হয়েছে।
প্রসঙ্গত: গত ছয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই’র মূল্যসূচক ডিএসইএক্স ২৩০ পয়েন্ট বেড়েছে। টানা এ উত্থান রোববার লেনদেন শেষে সূচক কমেছে ২ পয়েন্ট।
বাজার সংশ্লিষ্টদের মতে, মূলত কম দামে কেনা শেয়ার বিক্রির চাপে প্রধান বাজারে কিছুটা সূচক কমেছে।
এদিকে ডিএসই সূচক কমলেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ রোববারও সূচকে উত্থান লক্ষ্য করা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬ পয়েন্টে। যা এর আগের ৬ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ৩৩ পয়েন্ট, বুধবার ৫৪ পয়েন্ট, মঙ্গলবার ৫ পয়েন্ট, সোমবার ৮২ পয়েন্ট এবং এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ২৯ পয়েন্ট ও বুধবার ২৭ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ ওই ৬ কার্যদিবসে সূচকটি বাড়ে ২৩০ পয়েন্ট।
রোববার ডিএসইতে ৬৬৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৬৭৯ কোটি ২ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ১৩ কোটি ২ লাখ টাকা বা ২ শতাংশ।
দিনটিতে ডিএসইতে লেনদেন হওয়া ৪০২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৭ টির। অর্থাৎ ডিএসইতে তালিকাভুক্ত মোট ৪৪.০৩ শতাংশের দর বেড়েছে। এর বিপরীতে দর কমেছে ১৭০ টির। অর্থাৎ তালিকাভুক্ত ৪২.২৯ শতাংশের দর কমেছে। ও দর পরিবর্তন হয়নি ৫৫ টি বা ১৩.৬৮ শতাংশের।
অপরদিকে সিএসই-তে রোববার ৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৫ টির, কমেছে ৮০ টির এবং পরিবর্তন হয়নি ৩০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪১৩৬ পয়েন্টে।
আগেরদিন সিএসই-তে ১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১১৮ পয়েন্ট বেড়েছিল।