Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনয়ের জন্য অনেক কিছু করেছি, রাজনীতি বুঝি না: অপু বিশ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৬:২১ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৬:২৩

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।

রোববার (১৩ জুলাই) ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে, ১০ জুলাই সশরীরে আদালতে হাজির হয়ে জামিননামা জমা দেন এই চিত্রনায়িকা।

এদিন দুপুর পৌনে ১টার দিকে আদালতের এজলাসে তোলে পুলিশ। এরপর শুনানি শুরু হয়। আদালতে বোরকা আর হিজাব পরে আসেন অপু বিশ্বাস। শুনানি শেষে তাকে জামিন দেন বিচারক।

সাংবাদিকদের অপু বিশ্বাস বলেন, ‘আমি একজন অভিনয় শিল্পী। অভিনয়টাই মূলকাজ। এ নিয়ে অনেক কিছু করেছি। তবে আমি রাজনীতি বুঝি না, করিও না।’

বিজ্ঞাপন
আদালতে বোরকা আর হিজাব পরে আসেন অপু বিশ্বাস। শুনানি শেষে তাকে জামিন দেন বিচারক

আদালতে বোরকা আর হিজাব পরে আসেন অপু বিশ্বাস। শুনানি শেষে তাকে জামিন দেন বিচারক

অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, গত ২ জুন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পান অপু বিশ্বাস। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চান তিনি। আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ওই সময় তাদের ওপর গুলি চালান পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে এনামুলের পায়ে গুলি লাগে। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০-৪০০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন ভুক্তভোগী। মামলায় ২০৮ নম্বরে অপু বিশ্বাসের নাম রয়েছে।

সারাবাংলা/আরএম/এএসজি

অপু বিশ্বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর