Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় বিদেশি পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৬:২৯ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৬:৩২

গ্রেফতার মাদক ব্যবসায়ী।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও মাদকদ্রব্যসহ আব্দুস সালাম (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৩ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার মোহাম্মদপুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুস সালাম উপজেলার ইনসাফ নগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার মৃত মোওলা বক্সের ছেলে।

বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ দুপুরে নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

এ সময় তিনি বলেন, ৪৭ বিজিবি’র সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম এর নেতৃত্বে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর মাঠ এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, প্রায় ৬ কেজি গাঁজা ও ভারতীয় ১০০ বোতল ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুস সালামকে গ্রেফতার করা হয়। উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৮৩ হাজার টাকা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আটক আসামি ও উদ্ধার আলামতসহ কুষ্টিয়া দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাবাংলা/এনজে

গ্রেফতার বিদেশি পিস্তল মাদক ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর