Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির যাত্রা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৬:৫৫ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৭:০১

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা।

ময়মনসিংহ: বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, জনগণের ক্ষমতা জনগণের হাতে দেওয়ার যে প্রচেষ্টায় আমরা আছি তাতে বাধা সৃষ্টি করা হচ্ছে। কেউ কেউ ভাবছে, বিলম্বে ভোট হলে তাদের একটু সুবিধা পাওয়ার সুযোগ আছে। এরকম মানসিকতা নিয়ে নির্বাচনের পথে তারা নানা রকম প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছে। আমাদের কথা স্পষ্ট, সংস্কার চলবে। যেগুলো জরুরি ইলেকশনের আগে সেগুলো করে দেশে একটি নির্বাচন দেওয়া দরকার।

শনিবার (১২ জুলাই) রাতে নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকায় একটি ট্রেনিং একাডেমিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সভায় হাবিব উন নবী খান সোহেল বলেন, সংস্কার একদিন, দুদিনের ব্যাপার না। যে সংষ্কার এখন জনতার দাবি সে সংষ্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে। আগামীতে জনগণের যে সরকার প্রতিষ্ঠিত হবে সে সরকার সংষ্কারগুলো এগিয়ে নিযে যাবে। আমাদের কাছে কেন জানি মাঝে মাঝে মনে হচ্ছে, কেউ কেউ সংষ্কারের ধোয়া তুলে জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে চাচ্ছে।

তিনি আরও বলেন, ইন্টেরিম সরকারের সময় দেশে বিদেশি বিনিয়োগ আসে না। দেশের ভেতরের ব্যবসায়ীরাও বিনিয়োগ করেন না। ফলে দেশের অর্থনীতিতে স্থবিরতা এসে যায়। সুতরাং, যত দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে দেশের অর্থনীতিতে গতি আসবে। সেজন্য বিএনপি বলছে, দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রোকনুজ্জামান সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনজে

আহ্বায়ক কমিটি দক্ষিণ জেলা বিএনপি যাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর