ফরিদপুর: ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত বেহাল মহাসড়কটি দ্রুত চার লেনে উন্নীত করার দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। খানাখন্দে ভরা ৩০ কিলোমিটার মহাসড়ক দ্রুত সময়ের মধ্যে চলাচলের উপযোগী করা না হলে অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।
রোববার (১৩ জুলাই) দুপুরের ফরিদপুর প্রেসক্লাবের সামনে সড়কে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আয়োজনে এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ নানা শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ফরিদপুরের সদস্য সচিব সোহেল রানা, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবরার নাঈম ইতু, ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফরিদপুরের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক এএসএম কায়উম জঙ্গী, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আব্দুত তাওয়াব, এনসিপি’র ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এস এম জাহিদ ও মুসলিম মিশনের সাধারণ সম্পাদক এমএম সামাদ প্রমুখ।
দীর্ঘদিন ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়কটি মেরামত না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনাসহ চালক ও যাত্রীদের নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কটি চার লেনে উন্নীত হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় পদ্মা সেতুর সুফল পাচ্ছে না এ অঞ্চলের মানুষ।
এসময় ভাঙ্গা-ফরিদপুর চার লেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান খালিদ আল্টিমেটাম দিয়ে বলেন, ‘সড়কটি চার লেনে উন্নীত করার বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে সকল স্তরের জনগণকে সঙ্গে নিয়ে ২৩ জুলাই সড়ক অবরোধ করা হবে।