Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহাগ হত্যাকাণ্ড
বিএনপিকে জড়িয়ে সংবাদ, যুগান্তর সম্পাদককে ক্ষমা চাইতে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৭:০৫

সংবাদ সম্মেলনে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ অন্যান্যরা।

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক যুগান্তরের সম্পাদককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে আগামী পাঁচদিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়।

রোববার (১৩ জুলাই) এ নোটিশ পাঠান বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেই জানান এই আইনজীবী।

কায়সার কামাল বলেন, ‘বিএনপির আইন সম্পাদক হিসেবে আজ যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদারকে একটি আইনি নোটিশ দিয়েছি। যদিও আমাদের অভিযোগ ওই প্রতিবেদনটির রিপোর্টারের বিরুদ্ধে। কিন্তু প্রতিবেদনে কারও নাম ছিল না। এ কারণে সম্পাদককেই নোটিশ দেওয়া হয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত বুধবার (৯ জুলাই) একটি অনাকাঙ্ক্ষিত ও নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় বিএনপিসহ সারাদেশের মানুষ নিন্দা জানিয়েছেন। এছাড়া অতি দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেফতারপূর্বক বিচারের দাবি জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু দুঃখজনক হলেও সরাসরি বিএনপিকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করেছে যুগান্তর পত্রিকা।’

‘অথচ প্রাথমিক তদন্তে পুলিশ বরাবরই বলে আসছে, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু যুগান্তরের ওই প্রতিবেদনে বলা হয়, বিএনপির চাঁদাবাজির জন্য এ ঘটনা ঘটেছে। তাই আমরা এসব অপসাংবাদিকতা ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা প্রতিবেদনের নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আগামী পাঁচদিনের মধ্যে এ ঘটনায় যুগান্তরের সম্পাদককে ক্ষমা চাইতে হবে।’

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

বিএনপি সোহাগ হত্যাকাণ্ড